বিপিডিবি থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল এর কনজুমার কপি প্রদান করা হয়ে থাকে। সেই বিলের অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। অন্যথায় বিলটি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে যে মাসে বিল পরিশোধ করা হয়নি সেই মাসে বিলের সাথে জরিমানা যুক্ত করা হয়ে থাকে। মাঝে মধ্যে বিভিন্ন কারণে হয়তো কোনো মাসের বিল পরিশোধ করা হয়না। সেসব বিল নির্দিষ্ট মাসে প্রদান করা হয়েছিল কিনা বা কোন মাসের বিল বকেয়া রয়েছে, সেগুলো বর্তমানে ঘরে বসেই বিপিডিবি এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে চেক করা সম্ভব।
এই আর্টিকেলটিতে আমরা জানবো কিভাবে অনলাইনে বিপিডিবি এর ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল চেক করা যায়।
কিভাবে অনলাইনে BPDB বিল চেক করবেন ?
আপনি যদি অনলাইনে যেকোনো প্লাটফর্ম দ্বারা আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করে থাকেন এবং আপনার অনলাইনে পেমেন্টকৃত বিদ্যুৎ বিলটি সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা, কোনো মাসের বিল বকেয়া আছে কিনা অথবা কোন মাসে কত বিল এসেছিলো তা জানতে চান তাহলে আপনি নিন্মোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করুন –
- প্রথমে গুগল সার্চ বক্সে গিয়ে “BPDB Bill Check” লিখে সার্চ দিন।
- তারপর নিচে চিহ্নিত পেজটিতে ক্লিক করুন অথবা সরাসরি ভিসিট করুন এই লিংকটিতে – http://119.40.95.162:8991/
- নতুন পেজটি ওপেন হওয়ার পর পেজটির মেনু থেকে “Bill Information” বাটনে ক্লিক করুন।
- এখানে আপনার থেকে ৮ ডিজিটের কনজুমার নম্বর এবং লোকেশন কোড চাওয়া হবে। তারপর আপনি BPDB থেকে প্রাপ্ত কনজুমার বিল কপি থেকে কনজুমার নম্বর এবং লোকেশন কোড সংগ্রহ করুন। প্রয়োজনীয় তথ্যগুলো অনুপ্রবেশ করানোর পর “Submit” বাটনে ক্লিক করুন।
- সাবমিট বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজে আপনার মিটারের সকল তথ্য চলে আসবে। যেখানে আপনার নাম, ঠিকানা, সর্বশেষ ব্যালেন্স এবং মিটার চালু হওয়ার পর থেকে সকল মাসের বিল সেখানে উল্লেখিত থাকবে। এবং আপনি যদি ভুলে যান আপনি কোন মাসের কখন বিল পরিশোধ করেছেন, কোনো মাসে আদৌ কি বিল পে করেছেন কিনা সেটিও এখান থেকে জানতে পারবেন।
প্রদত্ত উপদেশগুলোর মাধ্যমে সহজেই বাসায় বসে BPDB বিল চেক করতে পারবেন। যার মাধ্যমে আপনি বিল সম্বলিত সকল তথ্য খুঁজে পাবেন। আশা করি এই আর্টিকেলটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন এবং আর্টিকেলটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন।
আরো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল –